
গরমে বরফের ৫ ব্যবহার, ক্ষতিগ্রস্ত ত্বক হতে পারে দাগহীন ও মসৃণ
বছরের ছ’টি ঋতুর মধ্যে গ্রীষ্মেই ত্বকের ক্ষতি হয় সবচেয়ে বেশি! আর তার মূল কারণ হল গ্রীষ্মের তীব্র রোদে থাকা অতিবেগুনি রশ্মি। ওই রশ্মি যেমন ত্বককে পুড়িয়ে দিতে পারে, তেমনই ত্বকের কোলাজেন উৎপাদনের ক্ষমতাকে নষ্ট করতে পারে।
আগুনের ‘ওষুধ’ যদি পানি হয়, তবে গ্রীষ্মের চড়া রোদের দাপটকে সামলানোর অব্যর্থ দাওয়াই হল বরফ! রোদ থেকে ত্বকের যা যা ক্ষতি হতে পারে, সে রোদে পুড়ে যাওয়া ত্বক হোক বা দাগছোপ, ব্রণ, ফুস্কুড়ি, র্যাশ তার অধিকাংশই সামলানো যাবে বরফ দিয়ে। কিন্তু বরফ ত্বকে ব্যবহার করবেন কীভাবে? ঠিক কোন কোন সমস্যার সমাধানে তা সবচেয়ে বেশি কার্যকরী, তা জেনে নিন।
১। ত্বকের রন্ধ্রপথের খোলা মুখ বন্ধ করে
অনেক সময়েই মুখের টি জোন অর্থাৎ কপাল, নাকের দু’পাশে, গালে এবং থুতনিতে ত্বকের রন্ধ্রপথের মুখ বড় হয়ে যায়। এতে ত্বক অমসৃণ এবং অনুজ্জ্বল দেখায়। অতিরিক্ত গরমে ঘাম এবং ত্বকের সেবাম বা নিঃসৃত তেল জমে ওই সমস্যা হতে পারে। ত্বকে বরফ ঘষলে বরফের শীতল ভাব রক্তবাহী নালিকাকে সঙ্কীর্ণ করে। ত্বকের রন্ধ্রপথের মুখও বন্ধ করে। এতে ত্বকে দ্রুত মসৃণ ভাব আসে। ত্বককে উজ্জ্বল দেখায়।
২। ফোলাভাব এবং কালচে ছোপ
গরমের তপ্ত আবহাওয়া এবং শরীরে পানির মাত্রা কমে যাওয়ায় অনেক সময় চোখের কোল বসে যায়। অথবা চোখের নীচে ফোলাভাবও দেখা যেতে পারে। বরফ দু’টি সমস্যারই সমাধান করতে পারে। এ ক্ষেত্রে শুধু বরফও ব্যবহার করা যেতে পারে। অথবা আইস ট্রে তে শসার রস এবং গ্রিন টি মিশিয়ে জমতে দিতে পারেন। ওই বরফ চোখের তলায় মাসাজ করলে গ্রিন টি-তে থাকা অ্যান্টি অক্সিড্যান্টস ত্বকে তরতাজা ভাব আনবে। শসার রস ত্বককে ভিতর থেকে শীতল করে প্রদাহ কমাতে সাহায্য করবে।
- ট্যাগ:
- লাইফ
- ত্বকের যত্ন
- বরফখন্ড