
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিস্ফোরণে নিহত ২৬
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে চলন্ত গাড়ির আঘাতে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতরা দু’টি গাড়ির আরোহী ছিলেন।
সোমবার ইসলামপন্থি বিদ্রোহের কেন্দ্রস্থলে ঘটা এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিদেশি এনজিওগুলোকে নিরাপত্তা দেওয়া দ্য ইন্টারন্যাশনাল সেইফটি অর্গানাইজেশনের এক অভ্যন্তরীণ ক্ষুদে বার্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রান ও গাম্বোরু নাগলা শহরের মধ্যে চলাচলকারী ওই গাড়িগুলো ঘরে তৈরি বোমার (আইইডি) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ’২৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত’ হয়েছেন।
বর্নো রাজ্য পুলিশ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ঘটনার সময় ওই সড়কে ভ্রমণরত প্রত্যক্ষদর্শী লিমান টম জানান, বিস্ফোরণে গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে আসা সেনারা ও বেসামরিক জয়েন্ট টাস্ক ফোর্সের সদস্যরা আহতদের হাসপাতালে নিয়ে যান।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বোমা বিস্ফোরণে নিহত