
আমরা পুরোনো জামানায় ফিরতে চাই না : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আমরা পুরোনো জামানায় ফিরতে চাই না; যে ব্যবস্থায় একটি দলকে চূড়ান্ত কর্তৃত্ববাদী দলে পরিণত করে; দলের নেতৃত্বকে চূড়ান্ত ফ্যাসিবাদী দুঃশাসকে পরিণত করে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। সাইফুল হকের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নিয়েছে।
অনেক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে জানিয়ে সাইফুল হক বলেন, যেহেতু রাজনৈতিক দলগুলোর জনপরিসরে কমিন্টমেন্ট ও অঙ্গীকার আছে; সে কারণে জাতীয় ঐকমত্য কমিশন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিতে পারলে, আশা করি আগামী জুনের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া তৈরির মাধ্যমে ন্যূনতম জাতীয় ঐকমত্যের প্রশ্নে একমত হতে পারবে। এটিই হবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রাজনৈতিক অর্জন।
তিনি বলেন, এবারের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে সেই জামানা থেকে পার হয়ে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করার, মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার। ১৬ বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারের সংস্কার ও নির্বাচন একসঙ্গে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে এগিয় যাবে।