
স্পেন–পর্তুগালে ব্ল্যাকআউট: চাহিদার বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনই কি কারণ
স্পেন ও পর্তুগালে একযোগে স্মরণকালের সবচেয়ে বড় বিদ্যুৎ-বিভ্রাট ঘটেছে। তবে কোনো কারণ এখনো জানা যায়নি। এর পেছনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। বিদ্যুৎ-বিভ্রাটের আসল কারণ অনুসন্ধান করছে স্পেন ও পর্তুগালের বিদ্যুৎ গ্রিড অপারেটররা।’ তবে সৌর ও বায়ুবিদ্যুতের অতিরিক্ত উৎপাদন নিয়ে অনেক দিন ধরেই সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা।
এটিকে স্মরণকালের সবচেয়ে বড় বিদ্যুৎ-বিভ্রাট হিসেবে অভিহিত করা হচ্ছে। আলজাজিরার তথ্যমতে, স্পেন কর্তৃপক্ষ বলছে, দেশটির ইতিহাসে এমন বিদ্যুৎ-বিভ্রাট এটিই প্রথম।
গতকাল সোমবার স্পেনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এবং পর্তুগালে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে পুরো আইবেরিয়ান দ্বীপপুঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। আলজাজিরার তথ্যমতে, এই বিভ্রাটের কবলে পড়ে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, গ্যালিসিয়া, আলিকান্তে, মুরসিয়া, জারাগোজা, আবিলাসহ বড় বড় শহর। তবে ক্যানারি দ্বীপপুঞ্জ ও বালিয়াড়িক দ্বীপপুঞ্জ এই বিভ্রাটের বাইরে ছিল। পর্তুগালে রাজধানী লিসবন ও বাণিজ্যনগরী পোর্তো এই বিভ্রাটের কবলে পড়ে। এ ছাড়া ফ্রান্সের বাস্ক অঞ্চলের কিছু অংশ স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল। ফরাসি বিদ্যুৎ সরবরাহ সংস্থা জানিয়েছে, সেখানে বিভ্রাট মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। মরক্কোতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় এই বিভ্রাটের কারণে। মূলত ফ্রান্সের সঙ্গে নেটওয়ার্ক সংযোগের ওপর নির্ভর করায় সেখানে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে বলে জানা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিদ্যুৎ বিপর্যয়
- ব্ল্যাকআউট