
গুগল ক্রোমের দাম কত হতে পারে?
বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের সম্ভাব্য মূল্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ডাকডাকগো সার্চ ইঞ্জিনের প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ডিওজেতে তিন সপ্তাহব্যাপী চলমান মামলার শুনানিতে ওয়েইনবার্গ জানান, গুগল ক্রোমের বাজারমূল্য ৫০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তার মতে, এতো উচ্চ মূল্য ডাকডাকগোর মতো গোপনীয়তাবান্ধব প্রতিষ্ঠানগুলোর ক্রয়ক্ষমতার বাইরে।
তিনি ব্যাখ্যা করেন, এই অনুমান মূলত ক্রোমের বিশাল ব্যবহারকারী সংখ্যা বিশ্লেষণ করে করা হয়েছে।
ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক মানদীপ সিং বলেছেন, ক্রোমের সম্ভাব্য বিক্রয় মূল্য ২০ বিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে এত উচ্চমূল্যের কারণে গুগল নতুন ক্রেতা খুঁজতে সমস্যায় পড়তে পারে।