নির্বাচনের প্রস্তুতি সেরে রাখার প্রক্রিয়ায় ইসি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ১১:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সেরে রাখতে চাইছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর প্রয়োজনীয় সংস্কার বা মেরামত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে ইসি। নির্বাচনে ব্যবহৃত সামগ্রী কিনতে দরপত্রপ্রক্রিয়াও শুরু করেছে।


সূত্র বলছে, সরকার থেকে ইঙ্গিত পেলে সময়মতো সংসদ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন করতেই ইসির এসব উদ্যোগ।


জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের বসে থাকার সময় নেই। সব কাজ করতে হবে। সংসদ নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে।’


সূত্র জানায়, ভোটকেন্দ্র ঠিক করে রাখতে ইসি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি পাঠিয়েছে। ওই চিঠির অনুলিপি সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও