মেডিকেল টেকনোলজিস্ট বদলিতে ‘কোটি কোটি টাকার বাণিজ্য’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৩

জুলাই গণঅভ্যুত্থানের পর গত আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে বদলি করা হয়েছে সহস্রাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট। প্রায় প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ধরনের বদলির আদেশ জারি হচ্ছে। বিষয়টি নিয়ে রমরমা ‘বদলি বাণিজ্যের’ অভিযোগ উঠেছে।


চলতি বছরের প্রথম চার মাসে ৪২৫টি বদলির আদেশ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এসব আদেশের প্রায় সবগুলোতে আছে একাধিক মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের বদলির আদেশ। এর আগের চার মাসেও এ ধারা চলে আসছিল।


খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় বদলি সংক্রান্ত কাজ ছাড়া অন্য কোনো কাজে অগ্রাধিকার নেই। গভীর রাত পর্যন্ত চলে ফাইল চালাচালি। অভিযোগ রয়েছে, এটা নিয়ে লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা। প্রতিজনকে বদলিতে দিতে হচ্ছে দুই থেকে তিন লাখ টাকা। এসব বদলি কেন্দ্র করে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের সদস্যরা সবাই এখন কোটিপতি। সিন্ডিকেটের তালিকার বাইরে কোনো মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের বদলি হয় না, ফাইল নড়ে না অধিদপ্তরের।


স্বল্প সময়ের এই অস্বাভাবিক বদলির তথ্য, অর্থ লেনদেন এবং জড়িতদের নাম উঠে এসেছে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। রাষ্ট্রীয় ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, একটি রাজনৈতিক দল সমর্থিত মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমট্যাব) কতিপয় নেতা ও হাসপাতালভিত্তিক কয়েকজন এ বদলি বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও