
রাজবাড়ীর ছয় নদী ও ৫৪ খালে নেই পানি, চাষাবাদ ব্যাহত
পদ্মা নদীতে জেগে উঠেছে ছোট-বড় অসংখ্য চর; যা দেখে মনে হবে ছোট ছোট খাল। একই অবস্থা পদ্মার শাখা গড়াই নদীর। একপাশে পানি আর এক পাশে জেগেছে চর।
সম্প্রতি পদ্মা ও গড়াই নদীতে পানি কমে যাওয়ায় রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে যাওয়া সিরাজপুর, চত্রা, চন্দনা, হড়াই, মরাকুমার ও হাজরাখালী নদীসহ ৫৪টি খাল পানিশূন্য হয়েছে পড়েছে; আর এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ।
কৃষকরা বলছেন, এসব নদী ও খালে বছরের আট মাসই পানি থাকে না। এতে কৃষি জমিতে সেচ সংকটের পাশাপাশি পানির স্তর নিচে নেমে যাওয়ায় অনেক এলাকার নলকূপে পানি উঠছে না।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. গোলাম রাসুল বলেন, শুষ্ক মৌসুমে যখন পদ্মায় পানি থাকে না তখন ছোট নদী ও খালগুলো পানিশূন্য হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পাংশা, বালিয়াকান্দি, সদর উপজেলার কৃষকেরা।
জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পদ্মা ও গড়াই নদী ছাড়া বাকি ছোট নদী ও খালগুলোতে পানি নেই। পানি না থাকায় এসব নদী ও খালে কেউ কেউ গবাদিপশু চরাচ্ছেন। ছোট নদীগুলোর কোথাও কোথাও হাঁটু পানি রয়েছে। সেখানে স্থানীয়রা মাছ ধরার চেষ্টা করছেন।