আইফোন কেন ‘মেড ইন ইউএসএ’ হয় না

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:০৮

আইফোনের পেছনে লেখা থাকে 'ডিজাইনড বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া'। পরের লাইনেই থাকে 'অ্যাসেম্বলড ইন চায়না'। শুধু আইফোনই নয়, অ্যাপলের অন্য প্রায় সব পণ্যের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এর মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিল ২০১৩ সালে বাজারে আসা প্রিমিয়াম সেগমেন্টের পণ্য 'ম্যাক প্রো'। সেটাই ছিল যুক্তরাষ্ট্রের মাটিতে অ্যাপলের তৈরি একমাত্র জনপ্রিয় ডিভাইস। তবে সেই গল্প ছিল ক্ষণস্থায়ী। মাত্র এক বছরের মাথায় কেন প্রকল্পটি ব্যর্থ হয়ে যায় সে প্রসঙ্গে একটু পরে আসছি।


তার আগে জানা যাক কেন 'মেড ইন ইউএসএ' আইফোন দেখা যায় না। অ্যাপল কি শুধুই খরচ কমানোর জন্য বিদেশে পণ্য তৈরি করে নাকি অন্য কোনো কারণও আছে। ভণিতা না করে বললে—আইফোন কি আদৌ যুক্তরাষ্ট্রে তৈরি করা সম্ভব? অ্যাপলের সিইও টিম কুকের এ ব্যাপারে একটি বিখ্যাত বক্তব্য আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও