
‘এইখানে আমি একা, ভিনদেশী’
দাউদ হায়দার চলে গেলেন ৭৩ বছর বয়সে। ২২ বছর বয়সে তিনি দেশান্তরিত হয়েছিলেন। যে-কবিতাটির জন্য তাকে আজীবন দেশান্তরের শাস্তি বয়ে বেড়াতে হয়েছিল সেটি প্রকাশিত হয়েছিল ২২ জানুয়ারি ১৯৭৪ সালে দৈনিক সংবাদ-এ।
পরের দিনই শুরু হয়েছিল দাউদ হায়দারের বিরুদ্ধে প্রতিবাদ ও মিছিল। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নবীকে অবমাননা করেছেন। ঘটনাটি ঘটেছে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে স্বাধীন হওয়া দুই বছর বয়সী বাংলাদেশে, যখন কিনা রাষ্ট্রক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কবিতাটির নাম ছিল ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যা’। কী ছিল ওই কবিতায়, তা অনেকেরই জানা আছে।