নতুন বাংলাদেশ বিনির্মাণে কেবল সংস্কার কমিশনগুলোর সুপারিশই যথেষ্ট নয়। এর জন্য জনমানুষের ঐক্য ও গণতান্ত্রিক শক্তির সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ সোমবার (২৮ এপ্রিল) ঢাকার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
আলোচনায় ছিলেন কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।