
হাসি, কাশি ও চিৎকারও দিতে পারবে এআই!
বণিক বার্তা
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪৭
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কণ্ঠস্বর সাধারণত বাস্তবিক ও বন্ধুত্বসুলভ হওয়ার চেষ্টা করে। ফলে মডেলগুলো মানুষের মতো সুখী, হাসিখুশি স্বাভাবিক আচরণ করছে বলে মনে হয়। তবে ডিয়া নামের নতুন একটি ওপেন সোর্স মডেল এ আবেগের বহিঃপ্রকাশে নতুন মাত্রা যোগ করেছে। এটি হাসি, কাশি, গলা খাঁকারি, নাক টানার মতো অবাচনিক (নন-ভার্বাল) শব্দের পাশাপাশি চিৎকারও করতে পারে। খবর টেকরাডার।
ডিয়ার নির্মাতা ছোট একটি দল নারি ল্যাবস এআইয়ের কণ্ঠস্বরকে অভিনেতার মতো নিজের আবেগ প্রকাশে সক্ষম করে তুলেছে।