বেশ কিছুদিন আগে নেপালের ওপর একটি প্রতিবেদন পড়ছিলাম। সেখানে লেখক উল্লেখ করেছেন, ভারতের গণমাধ্যমগুলো দেখলে বোঝাই যায় না, নেপালে ভারতের হস্তক্ষেপ কতটা ভয়াবহ। ঠিক একইভাবে ভারতের যুদ্ধকবলিত রাজ্যগুলোয় কী ঘটছে, তার কোনো খবর আমরা সেখানের কোনো মিডিয়ায় খুঁজে পাই না।
এই যে মণিপুর, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পাঞ্জাব, কাশ্মীরে কী ঘটছে, তা ভারতীয় গণমাধ্যম দেখে কেউ কিছুই বুঝতে পারবে না। যদিও সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে গৌরব ঠাকুর নামে ভারতের এক সাংবাদিকের ‘ইন্ডিয়া ইজ এ্যাট ওয়ার’ শীর্ষক একটি প্রতিবেদনে গা শিউরে ওঠার মতো ঘটনাবলি বর্ণিত হয়েছে।