মহাবিশ্বের দৃশ্যমান পদার্থের সংখ্যা জানতে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তবে বিভিন্নভাবে চেষ্টার পরও মহাবিশ্বের দৃশ্যমান পদার্থের অর্ধেকের বেশি অংশের সন্ধান পাওয়া যায়নি। তবে এবার মহাবিশ্বের দৃশ্যমান পদার্থের বাকি অর্ধেক অংশের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, ইন্টারগ্যালাক্টিক বা আন্তগ্যালাক্টিক স্থানে বিশাল আয়নিত হাইড্রোজেনের মেঘের মধ্যে দৃশ্যমান পদার্থের বাকি অংশ লুকিয়ে রয়েছে।
গবেষণার তথ্যমতে, হাইড্রোজেনের একটি আন্তগ্যালাক্টিক কুয়াশার মতো মেঘ আছে। সেখানেই নিখোঁজ অর্ধেক পদার্থ লুকিয়ে রয়েছে। সক্রিয় একটি গ্যালাক্টিক কোর থেকে বেশ দূরে অবস্থান করছে এই মেঘ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের বিজ্ঞানী বোরিয়ানা হাদজিইস্কা জানিয়েছেন, ছায়াপথ বা গ্যালাক্সি থেকে অনেক দূরে সমস্ত নিখোঁজ পদার্থের খোঁজ পাওয়া গেছে। সাধারণ বা ব্যারিয়নিক পদার্থ মহাবিশ্বের মোট বস্তুশক্তির মাত্র ৫ শতাংশ। বাকি অংশের মধ্যে রয়েছে ডার্ক ম্যাটার, যার পরিমাণ ২৭ শতাংশ এবং ডার্ক এনার্জি ৬৮ শতাংশ। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সম্পূর্ণ ভিন্ন জিনিস। অনেক বছর ধরেই নিখোঁজ ব্যারিয়নিক পদার্থের রহস্য বিজ্ঞানীদের চিন্তায় ফেলছে।