গাজীপুরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে।
আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রোববার রাতে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসায় এই অগ্নি দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর থেকে পাঁচ জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়।