স্টারলিংককে স্যাটেলাইট ইন্টারনেট লাইসেন্সের জন্য সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। চূড়ান্ত অনুমোদনের জন্য গত সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
টেলিযোগাযোগ আইন অনুসারে, লাইসেন্স দেওয়াসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বিটিআরসিকে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিতে হয়।
বিটিআরসি চেয়ারম্যান মো. এমদাদ উল বারী বলেন, 'আমরা গত সপ্তাহেই পূর্বানুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।'
'অনুমোদন পাওয়া গেলেই নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স ইস্যু করা হবে,' গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন তিনি।
নথি অনুসারে, স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড বিটিআরসির 'নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) স্যাটেলাইট সার্ভিসেস অপারেটরদের জন্য নির্দেশিকা' অনুযায়ী গত ৭ এপ্রিল লাইসেন্সের জন্য আবেদন করে।