৪৬তম বিসিএসের লিখিত ‘স্থগিত’: উপদেষ্টা আসিফ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ২৩:৩০

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ আট দফা দাবিতে চলমান অনশন কর্মসূচির মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার তথ্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


রোববার রাত পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি বলেন, ৮ মে থেকে থেকে শুরু হতে যাওয়া ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।


স্থগিতের ঘোষণা আসার পর অনশন ভাঙার পাশাপাশি অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা।


উপদেষ্টা আসিফ বলেন, "শিক্ষার্থীদের আট দফা দাবির বিষয়ে জ্বালানী উপদেষ্টা ফাওজুল কবির খানকে প্রধান করে সরকারের উচ্চ পর্যায়ে একটি কমিটি করা হয়েছে। পিএসসির দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও গঠিত কমিটি আলোচনায় বসবে।”


তিনি বলেন, "দ্বিতীয় আরেকটি পিএসসি গঠন ও আরও কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।”


সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারসহ তিন দাবিতে বৃহস্পতিবার দুপুরে ‘আমরণ অনশনে’ বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও