
আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, ৫৪ জঙ্গি নিহত
আফগানিস্তান থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে সে দেশে ঢোকার চেষ্টা করার সময় ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী রবিবার এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী এদিন এক বিবৃতিতে জানায়, শুক্রবার থেকে রবিবারের মধ্যে খাইবারপাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিদের একটি বড় দল। তখনই তাদের গতিবিধি নজরে আসে নিরাপত্তা বাহিনীর।
পরে তাদের অভিযানে ৫৪ জন জঙ্গি নিহত হয়েছে। পাশাপাশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করা জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে এই জঙ্গিরা বিশেষভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল।’
পাকিস্তানি সেনাবাহিনী বলেছে, ‘ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে, ঠিক সেই সময় এই জঙ্গিরা এমন কাজ করছে, যা স্পষ্ট করে দেয় কার ইঙ্গিতে তারা পরিচালিত হচ্ছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সীমান্ত
- সেনা অভিযান
- জঙ্গি নিহত