কানাডায় ভিড়ের মধ্যে গাড়ি: ৯ জন নিহতের কথা জানাল পুলিশ

ডেইলি স্টার কানাডা প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ২১:৫২

কানাডার ভ্যানক্যুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ৯ নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।


এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাতে রোববার দুপুরে সিএনএন এ তথ্য জানিয়েছে।


ভ্যানক্যুভারে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের ভেতর একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।


ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা, তা জানায়নি পুলিশ। পুলিশ বলছে, তারা 'নিশ্চিত' যে এটা সন্ত্রাসী কোনো ঘটনা নয়।


ঘটনার পরপরই ৩০ বছর বয়সী এক যুবককে উপস্থিত জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, এই যুবক আগেও তাদের নজরদারিতে ছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও