ভোট-জোটের রাজনীতি নাকি গণতান্ত্রিক পরিসর বাড়ার ইশারা

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৪

ভোটকে কেন্দ্র করে আনকোরা-নামসর্বস্ব রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশের ইতিহাসে খুব স্বাভাবিক ঘটনা। এবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে ব্যাপক, প্রাণক্ষয়ী ও রক্তাক্ত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানেও নির্বাচন সামনে রেখে তৈরি হচ্ছে নতুন নতুন সব দল।


সেইসঙ্গে দেশে নির্বাচন ঠিক কবে হবে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো কোনো রোডম্যাপ না দিলেও নানা মেরুকরণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি-জামায়াতের মতো পুরনো দলের পাশাপাশি গণঅভ্যুত্থানের সামনের সারির সংগঠকদের নিয়ে গঠিত নতুন দল এনসিপিও ছোট ছোট দলগুলোকে নিয়ে আলাদা বলয় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।


৫ আগস্টের পট পরিবর্তনের পর গত সাড়ে আট মাসে এনসিপিসহ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হওয়া মোট দলের সংখ্যা ২৪টি। এর সঙ্গে আছে চারটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। এ হিসাবে প্রতি মাসে গড়ে তিনটি রাজনৈতিক দল ও সংগঠন আত্মপ্রকাশ করেছে এ সময়কালে।


২৬ এপ্রিল এই তালিকায় যুক্ত হওয়া সর্বশেষ রাজনৈতিক দলটি হচ্ছে 'বাংলাদেশ নতুনধারা জনতার পার্টি'।


প্রশ্ন হলো—এত অল্প সময়ে এতগুলো দলের জন্ম কি কেবল আগের ইতিহাসেরই ধারাবাহিকতা? নাকি গণঅভ্যুত্থান পরবর্তী 'নতুন আকাঙ্ক্ষার' বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর বাড়ার ইঙ্গিত?


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও