অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত

বণিক বার্তা প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

স্মার্টফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে ফুরিয়ে যাওয়া বা হঠাৎ ডাটা ব্যবহারে উল্লম্ফন—অনেকেই এসব ঘটনাকে সাধারণ প্রযুক্তিগত সমস্যা বলে ধরে নেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এগুলো হতে পারে গোপন কোনো অ্যাপের কাজ, যা ব্যবহারকারীর গতিবিধি ও আচরণ চুপিসারে নজরে রাখছে। এ ধরনের অ্যাপ অনেক সময় নীরবে ব্যাকগ্রাউন্ডে চলে। ফলে এগুলো শনাক্ত করা কঠিন, কিন্তু কিছু সতর্ক সংকেত লক্ষ করা যায়


● প্রয়োজনের বাইরে অতিরিক্ত পারমিশন চাওয়া


কোনো অ্যাপ যখন মূল কাজের সঙ্গে সম্পর্কহীন অনুমতি চায়, তা হতে পারে সন্দেহজনক আচরণের স্পষ্ট ইঙ্গিত। উদাহরণস্বরূপ, একটি সাধারণ ফ্ল্যাশলাইট অ্যাপ যদি কনট্যাক্ট, মাইক্রোফোন বা লোকেশনের অনুমতি চায়, তাহলে বিষয়টি সতর্কতার চোখে দেখা উচিত বলে মনে করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা এ প্রবণতাকে বলছেন ‘পারমিশন ক্রিপ’। অনেক অ্যাপ নিজস্ব কার্যকারিতার বাইরেও অতিরিক্ত ডাটা চায়—কখনো বিশ্লেষণের জন্য আবার কখনো তৃতীয় পক্ষকে বিক্রির উদ্দেশ্যে। বিশেষজ্ঞদের পরামর্শ, নতুন অ্যাপ ইনস্টল করার আগে এর অনুমতি চাহিদা ভালোভাবে পড়ে দেখা উচিত। পাশাপাশি যেসব অ্যাপ এরই মধ্যে ইনস্টল রয়েছে, সেগুলোকে দেয়া পারমিশন নিয়মিত পর্যালোচনা করাও গুরুত্বপূর্ণ। অ্যাপের যদি কোনো তথ্য ব্যবহারের যুক্তিযুক্ত কারণ না থাকে, তবে সে অ্যাকসেস প্রত্যাহার করাই ভালো।


● ব্যাটারি অতিদ্রুত ফুরিয়ে যাওয়া


ব্যবহারকারীর অভ্যাসে কোনো পরিবর্তন না এলেও যদি ফোনের ব্যাটারি অস্বাভাবিকভাবে দ্রুত ফুরিয়ে যায়, তবে সেটি হতে পারে গোপনে কোনো অ্যাপ চালু থাকার লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় ট্র্যাকিং অ্যাপ ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। এর মধ্যে জিপিএস চালু রাখা, সার্ভারের সঙ্গে সিংক করা বা অডিও রেকর্ডিংয়ের মতো কার্যকলাপও থাকতে পারে। এগুলো ব্যাটারির ওপর বড় ধরনের প্রভাব ফেলে।


● হঠাৎ লোকেশন আইকন দেখা


আরেকটি সতর্ক সংকেত হলো কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই ফোনের স্ট্যাটাস বারে হঠাৎ লোকেশন আইকন দেখা যাওয়া। অনেক সময় ফোনে কোনো ম্যাপ, রাইড-শেয়ারিং অ্যাপ বা লোকেশন-ভিত্তিক সেবা ব্যবহার না করেও যদি বারবার লোকেশন আইকন দেখা যায়। এটা হতে পারে কোনো সতর্কতা সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, যদি শুধু বার্তা পড়া কিংবা ইন্টারনেট ব্রাউজ করার সময় এ আইকন দেখা যায়, তবে কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে লোকেশনসংক্রান্ত তথ্য সংগ্রহ করছে বলে ধরে নেয়া যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও