মাত্র একটি সাদা গোলাপে সাজানো হলো পোপ ফ্রান্সিসের সমাধি

www.ajkerpatrika.com ইতালি প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১৬:২৪

ইতালির রাজধানী রোমের সান্তা মারিয়া ম্যাজোরে গির্জায় ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা প্রয়াত পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশ করা হয়েছে। পাথরের সমাধিটিতে তাঁর নাম লেখা। তার নিচে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। সেটিতে একটি স্পটলাইটের আলো পড়েছে। সমাধিতে দেখা গেছে একটিমাত্র সাদা গোলাপ।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রয়াত পোপকে এই গির্জাতেই সমাহিত করা হয়েছে। এটি ইতালির রাজধানীর চারটি প্রধান ব্যাসিলিকার একটি। কার্ডিনাল ও পোপ থাকাকালীন তিনি এখানে নিয়মিত যেতেন। গতকাল শনিবার ভ্যাটিকানে তাঁর প্রকাশ্য শেষকৃত্য হয়। এরপর এই গির্জায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে সমাহিত করা হয়।


এর আগে, গত সোমবার ৮৮ বছর বয়সে মারা যান পোপ ফ্রান্সিস। আজ রোববার সকালেও গির্জার বাইরে ভিড় জমান বহু মানুষ। তারা প্রথম সারিতে দাঁড়িয়ে প্রয়াত পোপকে শ্রদ্ধা জানান। পোপ ফ্রান্সিস মাতা মেরির প্রতি বিশেষভাবে অনুগত ছিলেন। সান্তা মারিয়া ম্যাজোরে গির্জাটি চতুর্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল। এটিই মেরিকে উৎসর্গ করা প্রথম গির্জা।


এই ব্যাসিলিকা তথা গির্জাটি ঐতিহাসিক রোমান কলোসিয়ামের কাছে অবস্থিত। শহরের কোলাহলপূর্ণ কেন্দ্রীয় টার্মিনি স্টেশন থেকেও এটি বেশি দূরে নয়। ঐতিহ্যগতভাবে পোপদের ভ্যাটিকানে সমাহিত করা হয়। এই গির্জাটি ভ্যাটিকানের সীমার বাইরে। এই গির্জাটির প্রতি লাতিন আমেরিকা থেকে আসা এই পোপের দীর্ঘদিনের আকর্ষণ ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও