গরমে ত্বকের সমস্যা কমাতে ‘ফেসিয়াল মিস্ট’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১৩:০০

গরমের দিনগুলোতে ত্বকের সমস্যা কমাতে ‘ফেসিয়াল মিস্ট’ অত্যন্ত কার্যকর। বাইরে বেরোনোর পর রোদ বা গরমের কারণে ত্বকে জ্বালা, শুষ্কতা, ব্রণ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। সেক্ষেত্রে, বাড়িতে তৈরি করা মিস্ট স্প্রে করলে ত্বক হবে সতেজ এবং শীতল। দোকানের মিস্টের চেয়ে ঘরোয়া মিস্ট অনেক বেশি উপকারী, কারণ এতে কোনও কৃত্রিম সুগন্ধি বা রাসায়নিক উপাদান থাকে না। 


কীভাবে বানাবেন জেনে নিন


মধুর ফেস-মিস্ট


আধা কাপ পানিতে ২ চা চামচ মধু ও ২ চা চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে নিন। মধুর মিস্ট স্প্রে করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। শুষ্ক ত্বকের জন্য খুবই উপকারী এই মিস্ট। মুখে মাখলে ব্রণ-ফুস্কুড়িও দূর হবে।


অ্যালোভেরা এবং শসার মিস্ট


১টি শসার রস, ২ চা চামচ অ্যালোভেরা জেল নিতে হবে। আধা কাপ পানিতে এই দুটি উপাদান মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। যখন দরকার হবে, বার করে মুখে, গলায় স্প্রে করে নিলেই ত্বকের প্রদাহ কমবে, ঘামের ফলে হওয়া সংক্রমণ থেকে রেহাই মিলবে। শসা এবং অ্যালোভেরা ত্বকের জ্বালাপোড়া ভাব কমাতে সাহায্য করবে।


টি ট্রি অয়েলের মিস্ট


আধ পানিতে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ব্যাগে রেখে দিন। গরমের সময়ে যদি ত্বকে ব্রণ বা র‌্যাশের সমস্যা বাড়ে, তা হলে এই মিস্ট স্প্রে করলেই কমবে। ত্বকের প্রদাহ কমাতেও উপকারী এই মিস্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও