স্থূলতা ও ডায়াবেটিসের ওষুধ সেবনে বাড়ে বিষণ্নতা: গবেষণা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৮

টাইপ-২ ডায়াবেটিস আক্রান্তদের এবং স্থূলতা সমস্যায় যাঁরা ভুগছেন তাদের যেসব ওষুধ গ্রহণ করতে হয়, সে ওষুধগুলো বিষণ্নতা বাড়ার কারণ। এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।


গবেষকেরা বলছেন, ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ হিসেবে পরিচিত—ওজেম্পিক ও ওয়েগোভির প্রভাবে মস্তিষ্কে পরিবর্তন আসে, যার কারণে বিষণ্নতার ঝুঁকি তৈরি হয়। এই ওষুধগুলো হরমোনে প্রভাব ফেলে, রক্তে চিনি নিয়ন্ত্রণ এবং ক্ষুধা দমন করে। তবে, গবেষণায় দেখা গেছে, এই ওষুধগুলো মস্তিষ্কের সেই অংশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে, যে অংশগুলো আনন্দ ও পুরস্কারের অনুভূতির সঙ্গে যুক্ত ডোপামিন রাসায়নিকের কার্যক্রম নিয়ন্ত্রণ করে।


‘কারেন্ট নিউরোফার্মাকোলজি’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এসব ওষুধ ডোপামিনের মাত্রা ব্যাহত করতে পারে, যার ফলে যাদের ডোপামিন কার্যক্রম কম (হাইপোডোপামিনার্জিয়া), তাদের মধ্যে বিষণ্নতা ও আত্মহত্যার চিন্তার ঝুঁকি বেড়ে যেতে পারে। যদিও এই ওষুধগুলো স্থূলতা ও ডায়াবেটিস চিকিৎসায় কার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে, তবে মানসিক স্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব চিন্তা বাড়িয়ে দিচ্ছে।


যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইরান এবং ইসরায়েলের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, এই ওষুধগুলো যাদের মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন কার্যক্রম (হাইপারডোপামিনার্জিয়া) রয়েছে, তাদের জন্য উপকারী হলেও যাদের ডোপামিনের কার্যক্রম কম, তাদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও