
হাসপাতাল থেকে শুটিং করে হাসপাতালেই ফিরলেন কাঞ্চন মল্লিক
টালিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি সংসার জীবন, অভিনয়, রাজনীতি সামলাতে গিয়ে ব্যস্ততায় ডুবে থাকেন সব সময়। এ অভিনেতা কখনো নতুন সিনেমা ‘আমার বস’র প্রচারে রয়েছেন, আবার কখনো ‘রক্তবীজ ২’ সিনেমার শুটিং করছেন। এক সঙ্গে এত সব করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চন। তাকে হাসপাতালে ভর্তি হতেও হয়েছিল।
শুধু তাই নয়, তিনি এ অবস্থাতে উইন্ডোজ প্রযোজনা সংস্থার পূজার সিনেমার শুটিং শেষ করেছেন। কাঞ্চন মল্লিকের স্বাস্থ্যের অবস্থা জানতে ভারতীয় একটি গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় তিনি বলেন, ‘হঠাৎ অতিরিক্ত গরম পড়েছে। তার মধ্যেই শুটিং করেছি সবাই। এ কারণেই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আবার পানি বা খাবার থেকে সংক্রমণ ছড়িয়ে থাকতেও পারে। পেটে সমস্যা দেখা দিয়েছিল। শরীর পানিশূন্য হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।’
হাসপাতালে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে আবারও নাকি শুটিংয়ে ছুটেছিলেন কাঞ্চন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসপাতালে বন্ড সই করতে হয়েছিল তার জন্য। বানতলাতে তখন পুরোদমে শুটিং চলছে। আমি সেখানে গিয়েছি। শুটিং করেছি। আবার ফিরে এসেছি হাসপাতালে। আবার স্যালাইন নিয়েছি।’ দিন দুই এভাবে চলেছে এ অভিনেতার। এখন আগের তুলনায় তার শরীরের অবস্থা ভালো। কিন্তু দুর্বলতা রয়েছে।
এদিকে ‘আমার বস’ সিনেমায় রাখি গুলজারের সঙ্গে অভিনয় করে তৃপ্ত অভিনেতা কাঞ্চন। এ প্রসঙ্গে তার ভাষ্য, রাখিদি তাকে নতুন নাম দিয়েছেন, ‘চুকলিখোর’। সিনেমাতেও এ নামেই ডাকবেন তিনি। পর্দার বাইরেও তাই সেই ধারা বজায় রেখেছিলেন। যাতে অভিনয়ে সুবিধা হয় তার।
- ট্যাগ:
- বিনোদন
- অসুস্থ
- সিনেমার শুটিং
- কাঞ্চন মল্লিক