
আপনার শিশু কী মারমুখী? যেভাবে বদলাবেন বদঅভ্যাস
ছোট শিশুরা অল্পতেই জেদ করে। তবে কারও কারও ক্ষেত্রে তা অতিরিক্ত হয়ে যায়। বাচ্চারা কখন যে ঠিক কীরকম আচরণ করবে, তা বোঝা মুশকিল। এই তারা খুব শান্ত, মুহূর্তেই শুরু দুরন্তপনা। এককথায় তাদের মতিগতি বোঝা অসম্ভব।
ধরুন বেশ কয়েকজন ছোট শিশু এক সঙ্গে খেলা করছে। হঠাৎ অনেক বাচ্চা একে অপরের সঙ্গে মারপিট শুরু করে দেয়। সন্তান এমন আচরণ করলে কিছু বিষয় মাথায় রাখুন। তাহলেই তাদের রাগ-জেদ সহজে নিয়ন্ত্রণ করা যাবে।
১. সবার সামনে আপনার সন্তান কাউকে মারধর করতে শুরু করলে অস্বস্তিবোধ হবে তা স্বাভাবিক। কিন্তু ভুলেও তাদের কাছে আপনার অস্বস্তি প্রকাশ করবেন না। ছোট শিশু ওপর চিৎকার করবেন না। তাকে বোঝানোর চেষ্টা করুন তার রেগে যাওয়া স্বাভাবিক। কিন্তু কাউকে মারধর করা যাবে না।
২. অনেক সময় ক্লান্ত থাকলে বা শিশুর ঘুম পেলে সে এমন অস্থির হয়ে ওঠে। নিজের অনুভূতি প্রকাশ করতে না পারায় মারধর করতে শুরু করে। তাই আগে বোঝার চেষ্টা করুন কেন সে হঠাৎ খেলার সঙ্গীকে মারধর করেছে।
৩. অযথা উত্তেজিত হওয়া যাবে না। ছোট শিশুকে ভুলেও বকাঝকা করবেন না। আর কোনোদিন যাতে সঙ্গীকে মারধর না করে, সে কথা ভালো করে বোঝানোর চেষ্টা করুন।
- ট্যাগ:
- লাইফ
- মারমুখী আচরণ
- শিশুর বেড়ে উঠা