অ্যান্ড্রয়েডে গুগল ফটোসের নতুন সুবিধা, পুরোনো ছবি হবে আরও উজ্জ্বল

প্রথম আলো প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১২:২৫

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ফটোস অ্যাপে যুক্ত হয়েছে আলট্রা এইচডিআর নামে ছবি সম্পাদনার নতুন একটি সুবিধা। এই সুবিধাটি ব্যবহার করলে স্মার্টফোনে তোলা পুরোনো ছবি এখন দেখতে আরও উজ্জ্বল, রঙিন ও ডিটেইল হবে।


আলট্রা এইচডিআর গুগলের নিজস্ব একটি উন্নতমানের ছবি ফরম্যাট। যদিও এটি সাধারণ জেপিজি এক্সটেনশনেই থাকবে। তবে এর প্রযুক্তি আলাদা। ছবিতে আলোর মাত্রা, রঙের ঘনত্ব ও ছায়ার ভারসাম্য আরও নিখুঁতভাবে উপস্থাপন করতে সক্ষম হবে এই ফরম্যাট। এতে ছবির সূক্ষ্ম বিবরণ স্পষ্ট হবে এবং যেকোনো আলো-পরিবেশে তোলা ছবিও অনেক বেশি প্রাণবন্ত দেখাবে। নতুন এই সুবিধা ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পুরোনো ছবিগুলোকেও আলট্রা এইচডিআর ফরম্যাটে রূপান্তর করতে পারবেন। এতে ছবির গঠনগত দিক অপরিবর্তিত থাকলেও এর উজ্জ্বলতা ও রঙের প্রাণবন্ততা বহুগুণ বেড়ে যাবে।


গুগল ফটোসের ৭.২৪.০.৭৪৭৫৩৯০৫৩ সংস্করণে এই সুবিধা ‘অ্যাডজাস্ট’ অংশে যুক্ত হয়েছে। সেখানে আগে থাকা এইচডিআর ইফেক্টের স্থানে এখন দেখা যাচ্ছে ‘আলট্রা এইচডিআর’। তবে এটি সবার ফোনে একসঙ্গে চালু হচ্ছে না। গুগল ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা ‘আলট্রা এইচডিআর’ অপশনটি খুঁজে পাবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও