
পুলিশ সপ্তাহ-২০২৫: নির্বাচনী নির্দেশনা পাবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পুলিশ সপ্তাহ ২০২৫ শুরুর আগে মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্থিতিশীলতা নিশ্চিত ও একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য নির্দেশনা চূড়ান্ত করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে সামাল দিতে সপ্তাহব্যাপী আলোচনায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে চ্যালেঞ্জ ও দাবি-দাওয়াও শুনবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার এবং কোনো পক্ষের চাপের কাছে নতিস্বীকার না করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৯ এপ্রিল শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক এনামুল হক সাগর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আইনশৃঙ্খলাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণের ব্যবস্থা নেওয়া হবে।'