লিচুর রাজধানীতে ফলন বিপর্যয়

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮

বিরূপ আবহাওয়ার কারণে লিচুর রাজধানীখ্যাত পাবনার ঈশ্বরদীতে এবার ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে রসাল লিচুর স্বাদ নেওয়ার সুযোগ এবার কম হতে পারে।


চাষিরা বলছেন, কোনো কোনো এলাকায় অর্ধেকের বেশি গাছে মুকুল আসেনি। আবার অনেক গাছের গুটি ঝরে গেছে। কিছু গাছের লিচু ফেটে গেছে। এ নিয়ে লিচুচাষি, বাগানের মালিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুগছেন দুশ্চিন্তায়।


জানতে চাইলে বারির (ফল বিভাগ) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অনেক এলাকায় এবার লিচুর ফলন কম হবে। এর প্রধান কারণ আবহাওয়া। সাধারণত শীতের পরে গরম ধীরে ধীরে বাড়ে। এবার হঠাৎ গরম, হঠাৎ শীত—এমন বিরূপ আবহাওয়ার কারণে লিচুর উৎপাদন ব্যাহত হচ্ছে। ঈশ্বরদীতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কিংবা মোবাইলের টাওয়ারের কারণে লিচুর উৎপাদন কম হচ্ছে—এটা গুজব বলে মন্তব্য করেছেন এই ফল বিজ্ঞানী।


দেশের লিচু উৎপাদনকারী শীর্ষ পাঁচ জেলার একটি পাবনা। পাবনার ঈশ্বরদী উপজেলাকে লিচুর রাজধানী বলা হয়। নানা প্রজাতির লিচুর ফলন হয় এখানে। কিন্তু এবার লিচু উৎপাদনের চিত্র ভিন্ন। ঈশ্বরদীর ছলিমপুর ও সাহাপুর ইউনিয়নের বেশ কয়েকটি বাগান ঘুরে জানা গেছে, ৭০-৭৫ শতাংশ বাগানে এবার লিচুর মুকুল নেই। ৩০টি গাছের মধ্যে ৫টিতে ফলন্ত লিচুর দেখা মিললেও সংখ্যায় অনেক কম। যেসব গাছে মুকুল ধরেছে, সেগুলোর গুটি ঝরে যাচ্ছে প্রচণ্ড গরমে। ছলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামের লিচুচাষি ইমরান মণ্ডল বলেন, তাঁর বাগানের গাছে ৫ থেকে ১০ শতাংশ লিচু ধরেছে। তিনি জানান, বাগানের ২৮টি ফলন্ত গাছে এবার ২ হাজার ৮০০ লিচু হবে কি না সন্দেহ। অথচ গত বছর অনেক ভালো ফলন হয়েছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও