You have reached your daily news limit

Please log in to continue


আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার কুয়েট শিক্ষার্থীর ওপর হামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া চারজন শিক্ষার্থীকে মারধর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

শনিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন হামলায় আহত হন।

আহত শিক্ষার্থী গালিব রাহাত জানান, সন্ধ্যার পর ঘুরতে গিয়ে তারা ফুলবাড়িগেট মোড় যান। ৮টার দিকে তারা কিছু বুঝে ওঠার আগেই ৮-১০ জন লাঠি, স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

শিক্ষার্থী রাহাতুল ইসলাম জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে ৪ জন ক্যাম্পাসের বাইরে খাবার খেতে যান। এসময় ১০-১২ জন যুবক লাঠি দিয়ে মারধর শুরু করে। পরে হামলাকারীরা চলে গেলে আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, এ ঘটনায় দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে।

এর আগে ফেব্রুয়ারির ১৮ ও ১৯ তারিখে বহিরাগতদের সঙ্গে কুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর ক্যাম্পাসে একাধিকবার জরুরি সিন্ডিকেট সভা, অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ, হল খালি করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন