জিম্বাবুয়ের ধারণা, চট্টগ্রামে তেড়েফুঁড়ে ফিরবে বাংলাদেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ২২:১৭

সিলেট টেস্ট জেতার পর জিম্বাবুয়ের সামনে এখন বাংলাদেশকে ধবলধোলাই করার সুযোগ। সেটিও আবার বাংলাদেশের মাঠে। যদিও জিম্বাবুয়ে মাটিতেই পা রাখছে। জিম্বাবুইয়ান ওপেনার বেন কারেন মনে করেন, বাংলাদেশ তাঁদের কঠিন পরীক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে চট্টগ্রামে। কারেন মনে করিয়ে দিয়েছেন, সিরিজ এখনো শেষ হয়নি, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।


সিলেট টেস্টে জয়ের উচ্ছ্বাসে ভেসে না গিয়ে কারেন বরং দ্বিতীয় ম্যাচে আরও সতর্ক থাকার কথা বললেন। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টেস্টপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘জানি, বাংলাদেশ আরও শক্তভাবে ফিরবে। এটা সহজ হবে না, আমাদের প্রতিটি মুহূর্তে কঠোর পরিশ্রম করতে হবে।’


সিলেটে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে কারেন করেছেন ১৮,২য় ইনিংসে করেছেন দলের অতিগুরুত্বপূর্ণ ৪৪ রান। তাঁর আর বেনেটের ৯৫ রানের ওপেনিং জুটি জিম্বাবুয়ের অসাধারণ জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। তবে সিলেটের চেয়ে চট্টগ্রামের ম্যাচ কঠিন হবে বলেই মনে করেন কারেন। তবে তাঁরা নতুন এই কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। চট্টগ্রামের কন্ডিশন ও পিচ নিয়ে কারেন বলেন, ‘এখনো পিচ দেখিনি, তবে যারা আগে এখানে খেলেছে, তাদের সঙ্গে কথা বলেছি–তারা বলেছে যে এটা সিলেটের মতো হবে না। সব তথ্য সংগ্রহ করে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রতিটা উইকেটই আলাদা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও