
রোমের প্রিয় গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ২১:৫০
পোপ ফ্রান্সিসের মরদেহ তার প্রিয় গির্জা রোমের সেইন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকার ভেতরে সমাধিস্থ করা হয়েছে, এক বিবৃতিতে জানিয়েছে ভ্যাটিকান।
শনিবার ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে শেষকৃত্যের প্রার্থনসভা অনুষ্ঠানের পর পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহবাহী কফিন সমাধিস্থ করার জন্য রোমের ওই ব্যাসিলিকাটিতে নিয়ে যাওয়া হয়।
আর্জেন্টাইন এই পোপ সোমবার স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।