কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে প্রতিবেশী দেশ পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাতিলের হতে যাচ্ছে সিন্ধু পানিচুক্তি। সেই সঙ্গে ভারত ছেড়ে যাওয়ার কড়া নির্দেশিকা জারি হয়েছে পাকিস্তানের নাগরিকদের। সন্ত্রাসী হামলার পর ভারতীয় শোবিজও ক্ষোভের আগুন জ্বলছে।
পহেলগাম হামলার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ‘আবির গুলাল’ সিনেমা। আট বছর বাদে বলিউডে ফিরতে চেয়েও ফেরা হচ্ছে না এ পাক সুপারস্টারের। এ হামলার ঘটনায় পাকিস্তানি শিল্পীদের শোক প্রকাশ দেখেও মনে গলেনি ভারতের। আগেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ফিল্ম ফেডারেশেন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত।