You have reached your daily news limit

Please log in to continue


ছয় মাস রেডিও শো চালাল এআই, টেরই পেল না শ্রোতারা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার, প্রতিদিন চার ঘণ্টা সংগীত সম্প্রচার করে। অনুষ্ঠানে হিপহপ, আরঅ্যান্ডবি ও পপসংগীতের সংমিশ্রণ থাকলেও কোথাও জানানো হয়নি যে উপস্থাপক ‘থাই’ আদৌ একজন মানুষ নন।

অস্ট্রেলিয়ার ফিন্যান্সিয়াল রিভিউ ও সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘থাই’-এর কণ্ঠ ও অবয়ব তৈরি করা হয়েছে সিএডিএর মূল প্রতিষ্ঠান এআরএন মিডিয়ার অর্থ বিভাগে কর্মরত একজন প্রকৃত কর্মীর আদলে। এআই ভয়েস তৈরির জন্য ব্যবহৃত হয়েছে ইলেভেনল্যাবস নামের একটি সফটওয়্যার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন