
ফ্রান্সিসের শেষকৃত্য শুরু, শোকের চাদরে সেইন্ট পিটার’স চত্বর
ইস্টার সানডেতে ভক্ত-অনুরাগীদের দেখা দেওয়ার পরদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পোপ ফ্রান্সিসের শেষকৃত্য শুরু হয়েছে।
সেইন্ট পিটার’স চত্বরে তার ফিউনারেল মাস বা প্রার্থনা অনুষ্ঠানে হাজির হয়েছেন বিশ্বের দেড়শর বেশি দেশের প্রতিনিধিরা। তাদের অধিকাংশের পরণে কালো কোট, যা অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে।
শনিবার সেইন্ট পিটার’স চত্বরে স্থানীয় সময় দুপুর ২টা থেকে শুরু হওয়া এ প্রার্থনাসভায় অংশ নিয়ে তারা সেই সাদামাটা পোপকে স্মরণ করবেন, যিনি ক্যাথলিক চার্চকে বদলে দিতে চেয়েছিলেন।
অনুষ্ঠানে বিদেশি অতিথিদের বসার জায়গায় একেবারে সামনের সারিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করছেন ইতালির ৯১ বছর বয়সী পুরোহিত জিওভান্নি বাত্তিস্ত রে।