You have reached your daily news limit

Please log in to continue


একবার চার্জে টানা ১৭ ঘণ্টা ভিডিও দেখা যাবে রিয়েলমির এই স্মার্টফোনে

চীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই স্মার্টফোনটি ৫ শতাংশ চার্জ হবে, যা ফোন চালু করতে এবং কয়েকটি কল করার জন্য যথেষ্ট। আর পুরোপুরি চার্জ দিলে ফোনটিতে ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভিডিও দেখা যাবে।

নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে একটি আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এদিকে ধুলো ও পানি প্রতিরোধের জন্য স্মার্টফোনটি আইপি ৬৯ রেটিং পেয়েছে। এতে গ্রাফিন-আইস সেনসিং ডাবল লেয়ার কুলিং প্রযুক্তির সঙ্গে একটি ৭ হাজার ৭০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং চেম্বার রয়েছে।

রিয়েলমি জিটি ৭ হ্যান্ডসেটটির দাম এবং রং

চীনে রিয়েলমি জিটি ৭ ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ১ হাজার ৫৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৩ হাজার ৩২৫ টাকা),

অন্যদিকে ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৮৯৯ চীনা ইউয়ান (প্রায় ৪৮ হাজার ৩২৬ টাকা)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন