তারুণ্যে গুরুত্ব, ছাত্র আন্দোলন-নাগরিক কমিটি সদস্যদের অগ্রাধিকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১৪:৩২

নির্বাচন নিয়ে রাজনৈতিক তর্ক-বিতর্কের মধ্যেই জেলা-উপজেলা পর্যায়ে কমিটি ঘোষণা দিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রয়োজন নির্বাচন কমিশনের নিবন্ধন। আর এই নিবন্ধনের শর্ত পূরণ করতেই সারাদেশে আগামী দুই মাসের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠন করতে যাচ্ছে তরুণদের এ দলটি।


দলীয় সূত্র বলছে, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে এমন সব ব্যক্তিদের দায়িত্বে আনা হবে যারা এনসিপির প্রতি ‘ডেডিকেটেড’ থাকবেন। মানবেন কেন্দ্রীয় নির্দেশনা। থাকবে স্বচ্ছতা। তারুণ্য ও বিচক্ষণতাপূর্ণ ব্যক্তিরাও দলের জেলা-উপজেলার কমিটিতে পদে আসতে পারেন। কমিটিতে পদ পেতে অনেকেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এর মধ্যে অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ব্যবসায়ী, সিভিল সোসাইটির ব্যক্তিরাও আছেন। তবে কমিটি গঠনের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।


মৌলিক সংস্কারে জোর


তবে কমিটি গঠনে অগ্রগতি থাকলেও জাতীয় নির্বাচনের পূর্বশর্ত হিসেবে রাষ্ট্রের মৌলিক সংস্কারে জোর দিচ্ছে এনসিপি। দলটির ভাষ্য, জুলাই অভ্যুত্থানের পর নতুন সংবিধান রচনা অপরিহার্য। দেশে ভবিষ্যতে যেন ‘একনায়কতান্ত্রিক’ ক্ষমতার দৃশ্যপট সৃষ্টি না হয় এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলে হানাহানি যেন না হয় সেজন্য সংবিধান সংস্কার প্রয়োজন। এজন্য জাতীয় নির্বাচনকেই গণপরিষদ নির্বাচনের রূপ দেওয়ার কথা বলছেন তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও