
২ মে ২০২৫ পর্যন্ত রাশিফল
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে লক্ষ্য পূরণের হিসাবে দৃঢ় অঙ্গীকার সত্যে পরিণত হবে। স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন। তবে একে মাথায় চড়তে দেবেন না। সততার জন্য কাজ করুন। সপ্তাহের মাঝদিকে আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না। কারণ পরবর্তী সময়ে লাভবান হতে পারেন। নিজের অনুভূতি সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। সপ্তাহের শেষ দিকে ধৈর্য্য হবে সীমিত। তবে এই ব্যাপারে যত্ন নিন। কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। অবাঞ্ছিত চিন্তায় মন ভাবাবেন না, বরং স্থির থাকুন।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে পরনিন্দা ও কুৎসা থেকে দূরে থাকুন। খরচ- জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠি হবে। চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে। আপনাকে ছেড়ে চলে যাবে। সপ্তাহের মাঝদিকে অধ্যাত্মি শক্তি ও অসাধারণ উদ্যম অনুকূলে ফলাফল আনতে পারে। আর গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। সপ্তাহের শেষদিকে নতুন উদ্যোগগুলো লোভনীয় হবে। আর ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে। বিনিয়োগের সময় সব দিক লক্ষ রাখবেন। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য উদ্ভাবনীয় চিন্তার ব্যবহার করুন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থা উন্নত হবে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে নতুন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য সময়টি ভালো। নতুন পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের পক্ষে এটি দুর্দান্ত সময়। সাফল্য নিশ্চিতভাবেই আপনার। সপ্তাহের মাঝদিকে বড় দলে নিজেকে নিযুক্ত করা অত্যন্ত আমোদ পূর্ণ হবে। তবে খরচ ঊর্ধ্বমুখী প্রবণতা নিবে। শরীরে ব্যথা বেদনা ও উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না। সপ্তাহের শেষদিকে শক্তি পূর্ণ হয়ে থাকবেন। যাই করুন না কেন সাধারণত যে সময় নেন তার অর্ধেক সময়েরই এটি করতে পারবনে। যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার দুর্দান্ত সময়।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কর্মদক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন। আপনার শৈলী ও কাজকর্ম করার অন্য উপায়গুলো এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন। সপ্তাহের মাঝদিকে প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি সময় যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য অনেক পরিতৃপ্ত পাবেন। যা আপনার পূর্বে শুরু করা উচিত ছিল। সপ্তাহের শেষদিকে অবসাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হতে পারে। শরীরে ব্যথা বেদনার প্রতি লক্ষ রাখুন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফল ইতিবাচক ফল প্রদান করবে। তাই ব্যবসায়ীদের জন্য সময়টি ভালো। ভ্রমণ ও শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। তাই ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত। সপ্তাহের মাঝদিকে যদি কর্মক্ষেত্রে আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন ও সংকল্প ও উদ্যম প্রদর্শণ করেন তবে লাভবান হবেন। তাই কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের শেষদিকে সামাজিক জীবন অবহেলা করবেন না। ব্যস্ততার মধ্য থেকে সময় বের করে স্বপরিবারে অনুষ্ঠানে যান। এতে আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভবপর।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে নিরুৎসাহ হওয়া উচিত নয়। পরিবর্তে এটি থেকে কিচু শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের মাঝদিকে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। তাও সঙ্গী প্রেম ও সংবেদনের একটি আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সপ্তাহের শেষদিকে এটি হল পেশা সংক্রান্ত সেই সব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা আপানি বেশ কিছু সময় ধরেই ভাবছিলেন। আপনার পেশার ওপর আধিপত্য পরীক্ষিত হবে। তাই পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে বিবাহিত জীবনে শ্রেষ্ঠ স্মরণীয় মুহূর্ত তৈরি করবেন। যৌথ ব্যবসায়ে এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে চাপার সময় স্বাস্থ্যের ব্যাপারে অতিরিক্ত যত্নশীল থাকবেন। আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশে যত্ন নিন। সপ্তাহের শেষদিকে দূর জায়গার আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। ভ্রমণ বিনোদন ও সামাজিকতা আপনার কর্মসূচীতে থাকবে। বৈদেশিক বাণিজ্যে যোগাযোগ লাভবান হতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কোনো বন্ধুর শীতল আচরণ আপনাকে খারাপ লাগতে পারে। তবে নিজেকে ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। এট যেন আপনাকে বিপর্যস্ত না করে। পারলে বরং ঝামেলা এড়িয়ে চলুন। আপনার হাসি যন্ত্রণা দূরীকরণের কাজ করবে। সপ্তাহের মাঝদিকে আপনি কি জানেন আপনার সঙ্গী সত্যিই আপনার জন্য দেবদূত। এ সময় পর্যবেক্ষণ করুন। আর অনুভব করুন। সপ্তাহের শেষদিকে বুঝতে হবে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর। আর এটি কিছু মারাত্মক ভুলের জন্য বাধ্য করতে পারে। তাই হতাশার মনোভাব নাগালে আসতে দেবেন না।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে যারা নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। বিশেষ কারও সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়া সমস্ত ক্লান্তি দূর করতে সহায়তা করতে পারে। সপ্তাহের মাঝদিকে স্বাস্থ্যের অসুবিধার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়াতে কিছু প্রতিকুলতার সম্মুখিন হতে পরেন। তবে এর পরিপ্রেক্ষিতে যুক্তি ব্যবহার করুন। সপ্তাহের শেষদিকে পাগল হওয়ার সময়। স্বামী/ স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। বিবাহিত জীবনের শ্রেষ্ঠ সময়গুলোর অন্যতম হতে পারে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে আপনাকে বুদ্ধিমত্তা ও প্রভাব কাজে লাগতে হবে। আপনার মাধুর্যতা ও ব্যক্তিত্ব কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। সপ্তাহের মাঝদিকে চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ করা যাবে। আর হৃদস্পন্দন বেড়ে যাবে। কারণ আপনি স্বপ্নের প্রেমিক/ প্রেমিকার দেখা পাবেন। সুন্দর ও উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষদিকে একে অপরের দৃষ্টিভঙ্গ বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন। সেগুলোকে প্রকাশ্যে আনবেন না। অন্যথায় মানহানির সম্ভাবনা।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে সেইসব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞত জানান যারা বিপদের সময় আপনাকে সাহায্য করেছেন।। ছোট ইঙ্গিত তাদের উদ্দীপনা বাড়িয়ে তুলবে। মনে রাখবেন কৃতজ্ঞতা জীবনের মাধুর্য বৃদ্ধি করে। সপ্তাহের মাঝদিকে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। কারও কারও জন্য পরিবারে নতুন একজনের আগমন উৎসব ও অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময়। আপনাকে খুশি রাখার জন্য অভিভাবক ও বন্ধুরা তাদের সেরাটা দিবে। সপ্তাহের শেষদিকে যার আবেদন হৃদয় ছুঁয়ে যায় এমন কারও সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। স্বপ্ন, দুশ্চিন্তা ছাড়ুন ও প্রেমের সঙ্গীর সঙ্গ উপভোগ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না। তাতে লোকসান হবেই; যদি না বিনিয়োগের সময় সব দিকে লক্ষ রাখেন। সপ্তাহের মাঝদিকে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে। আপাত-দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলোকে ব্যবহার করতে হবে। সপ্তাহের শেষদিকে পরিবার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এ সময়ে পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে পারেন। পরিবারের পাশাপাশি বন্ধুবান্ধবদের কাছ থেকে সমর্থন পাওয়াতে নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের সঙ্গে এগোবেন।
- ট্যাগ:
- লাইফ
- সাপ্তাহিক রাশিফল