পেহেলগামে জঙ্গি হামলা: কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত অরিজিতের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪৫

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় কনসার্ট বাতিল করেছেন সংগীত শিল্পী অরিজিৎ সিং।


কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রোববার চেন্নাইয়ে। পেহেলগামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে গানের অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ।


আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।”


যারা টিকেট কেটেছিলেন, তাদের সবাইকে সেই টাকা ফেরত দেওয়া হবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


বিবৃতিতে বরা হয়েছে, “দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে।”


গত ২২ এপ্রিল স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ থেকে ৩টার মধ্যে জঙ্গিরা হামলা চালায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বেইসারান উপত্যকায়। পর্যটনে মেতে ওঠা এক উজ্জ্বল দুপুর মুহূর্তেই রূপ নেয় রক্তাক্ত বিভীষিকায়। নিহত হন ২৬ জন, আহত হন আরও অনেকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও