চুক্তির ‘খুব কাছে’ রাশিয়া-ইউক্রেইন, বললেন ট্রাম্প

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১১:২০

মস্কোতে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেইন ‘একটি চুক্তির খুব কাছাকাছি’ পৌঁছে গেছে।


শুক্রবার আলোচনার ক্ষেত্রে ‘চমৎকার দিন’ গেছে বলেও মন্তব্য করেছেন তিনি; বিপরীতে ক্রেমলিন উইটকফ-পুতিন বৈঠককে বর্ণনা করেছে ‘গঠনমূলক’ হিসেবে, বলছে বিবিসি।


ট্রাম্প এর আগে সোশ্যাল মিডিয়ায় ‘বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টেই সমঝোতা হয়েছে’ জানিয়ে রাশিয়া ও ইউক্রেইনকে ‘শীর্ষ-পর্যায়ের বৈঠকে বসে’ দ্রুত চুক্তি সম্পন্ন করারও আহ্বান জানান।


এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতে দেওয়া ভিডিও বার্তা বলেছেন, নিঃশর্ত যুদ্ধবিরতি মানাতে রাশিয়ার ওপর ‘সত্যিকারের চাপ’ দরকার।


একইদিন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ রাজি হলেই কেবল মস্কো ও কিইভের মধ্যে ভূখণ্ড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে।


যুক্তরাষ্ট্র যে শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছে তাতে রাশিয়ার দখলে যাওয়া বিপুল পরিমাণ ভূমি ইউক্রেইনেকে আনুষ্ঠানিকভাবে ছাড়তে হবে- এমন শর্ত আছে বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও