এসির যত্ন নেবেন যেভাবে

যুগান্তর প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫২

- এসি মেশিনের বাইরে ও ভেতরে ধুলা-ময়লা জমলে সহজে ঠান্ডা হয় না। তাই আসবাবপত্র মোছার মতো নিয়ম করে মেশিনের চারপাশ শুকনা কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন।


-এসির সুইচ ঠিক কাজ করছে কিনা, চেক করে নিতে হবে।


-ঘরের জানালা-দরজা ভালো করে বন্ধ না রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে ঘর ঠান্ডা হতে দেরি হয়।


-আউটডোর ইউনিট নিজেরা পরিষ্কার না করাই ভালো। শুধু ধুলা-ময়লা পরিষ্কার করে মুছে নিলেই যথেষ্ট।


-সাধারণত এসির মাথায় একটা জালি দেওয়া ঢাকনা থাকে। ধুলা জমে জমে সেটাও নোংরা হয়। সেটা খুলে ব্রাশ দিয়ে, প্রয়োজনে পানি কিংবা লিকুইড সাবান বা একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করতে পারেন। শুকিয়ে গেলে আবার লাগিয়ে নেবেন।


-বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখতে কিছুক্ষণ চলার পর এসি বন্ধ করে ফ্যান চালিয়ে রাখতে হবে।


-অনেকেই গরমের দিনে ১৬ ডিগ্রিতে এসি চালান। কিন্তু ২৪ থেকে ২৫ ডিগ্রিতে চালিয়ে রাখলে মেশিনে বাড়তি চাপ পড়ে না। শুরুতে কিছুক্ষণ কম তাপমাত্রায় চালিয়ে নিয়ে তারপর তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে।


-এসি মেশিনের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখা দরকার। মাঝে মধ্যে মেশিন খুলে নিয়ে ফিল্টার বের করে নিন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও