ফাইনালের আগে রিয়ালের কঠোর অবস্থানে স্পেনের ফুটবলে অস্থিরতা

ডেইলি স্টার প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪২

কোপা দেল রের ফাইনালের আগে স্পেনের ফুটবলে শুরু হয়েছে চরম অস্থিরতা। রেফারি নিয়ে বিতর্কের জেরে ফাইনালের আগের সকল আনুষ্ঠানিকতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে ক্লাবটি ফাইনাল বর্জন করতে পারে বলেও গুঞ্জন উঠেছে।


শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় সেভিয়ায় কোপা দেল রের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার কথা রিয়ালের। এই ম্যাচ খেলতে সেভিয়ায় অবস্থান করছে দুই দল।


তবে ম্যাচের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া তৈরি করেন নতুন বিতর্ক। শুক্রবার স্থানীয় সময় সকালে এক সংবাদ সম্মেলনে তিনি কেঁদে কেঁদে বলেন রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনার নেতিবাচক প্রভাব তার পরিবারের উপর পড়ে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গনসালেস ফুয়ের্তেস বলেন হুঙ্কার দেন যে তারা আরএমটিভি (রিয়াল মাদ্রিদ টিভি)'র বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও