You have reached your daily news limit

Please log in to continue


ইনফ্লুয়েন্সারদের সাবধান করে দিল যে সিনেমা

‘হাম্পটি ডাম্পটি স্যাট অন আ ওয়াল, হাম্পটি ডাম্পটি হ্যাড আ...।’ মুঠোফোনে আসা বার্তাটা এভাবেই শেষ হয়। আর তারপরই শোনা যায় পড়ে যাওয়ার শব্দ। ছাদের ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় একজনকে। এভাবে সত্যি সত্যিই ‘গ্রেট ফল’ দিয়ে শুরু হয় ‘লগআউট’ সিনেমাটি। আর এমন চমকে দেওয়া সূচনা দিয়ে শুরু থেকেই দর্শককে পর্দার সঙ্গে আটকে ফেলে সিনেমাটি।্

সামাজিক যোগাযোগমাধ্যম, ইনফ্লুয়েন্সার, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি এখন বহুলচর্চিত বিষয়। কিছুদিন আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার খারাপ দিক নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ‘সিটিআরএল’ বা ‘কন্ট্রোল’ সিনেমাটি। মুক্তির পর যাঁরাই দেখেছেন, তাঁরাই ভাবতে বাধ্য হয়েছেন প্রযুক্তির খারাপ দিক নিয়ে। প্রযুক্তির কাঠপুতুল হয়েই যে আমরা দিন কাটাচ্ছি, এ সিনেমা ছিল তার প্রমাণ। এবার ‘লগআউট’ মুক্তির পর আবার নড়েচড়ে বসেছেন দর্শকেরা। এবার উন্মোচিত হলো আরেক পর্দা, সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সারদের যাপন।

প্রত্যুষ দুয়া ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ‘প্যাটম্যান’ নামে সে জনপ্রিয়। সাড়ে ৯ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে তার। বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সে কাজ করে। তাই ইনফ্লুয়েন্সার হিসেবে সব সময় দর্শকের কাছে প্রাসঙ্গিক থাকাই তার একমাত্র লক্ষ্য। কীভাবে ভাইরাল কনটেন্ট বানানোর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, ঘুম থেকে ওঠার পর থেকে এটাই তার একমাত্র ধ্যান–ধারণা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন