হাসিনার পতনের পর বেড়েছে মামলা ও অভিযোগপত্র

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:০৫

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত থেকে শুরু করে মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে গত দুই দশকের রেকর্ড ভেঙেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিবিরোধী সাংবিধানিক সংস্থাটির ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে প্রতিবেদনটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।


প্রতিবেদনে দেখা গেছে, গত বছর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি। এ ছাড়া মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের সংখ্যার ক্ষেত্রে প্রতিবছরই তার আগের বছরের চেয়ে অগ্রগতি হয়েছে।


বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৪-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দুদকে আসা মোট ১৫ হাজার ৮৪২টি অভিযোগের মধ্যে ১ হাজার ৮৯৪টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি মোট অভিযোগের ১১.৯৫ শতাংশ, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণের বেশি। আর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া অভিযোগের প্রায় ২৪ শতাংশ ক্ষেত্রে মামলা করেছে দুদক।


গত বছর মামলা ও অভিযোগপত্র প্রদানের হারও বেড়েছে। ২০২৪ সালে বিভিন্ন অভিযোগে দুদক ৪৫১টি মামলা করেছে। তদন্তের পর ৪০৩টি মামলাতেই অভিযোগপত্র দিয়েছে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বছরওয়ারি মামলা দায়েরের সংখ্যা ছিল যথাক্রমে ৩৬৩, ৩৪৮, ৩৪৭, ৪০৬ ও ৪০৪টি। আর এই পাঁচ বছরে অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে যথাক্রমে ২৬৭, ২২৮, ২৬০, ২২৪ ও ৩৬৩টি। হিসাবে দেখা যায়, আগের বছরের তুলনায় ২০২৪ সালে ৪৭টি মামলা ও ৪০টি অভিযোগপত্র বেশি হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও