
মে-জুনের গরমে কতটা আরাম দেবে বিদ্যুৎ?
তাপপ্রবাহ নিয়ে শুরু হওয়া এপ্রিল জুড়ে কেবল মৃদু নয়, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস আবহাওয়া অফিস দিলেও গরমের তীব্রতা এখনো অসহনীয় হয়ে ওঠেনি, যেমনটা হয়েছিল গত বছর।
এবার বৈশাখী উৎসব কিংবা তার আগে রোজার মাসেও বিদ্যুৎ বিভ্রাটে খুব একটা ভোগান্তি পোহাতে হয়নি।
রোজার আগেই ফেব্রুয়ারি মাসে গ্রীষ্ম ও সেচ মওসুমে বিদ্যুৎ পরিস্থিতি কেমন হতে পারে, ঘাটতি মোকাবিলায় কী করা যায়, সে সব নিয়ে আন্তমন্ত্রণালয় সভা করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
চাহিদা ও উৎপাদন ঘাটতির ফারাকে আসন্ন গরমের মওসুমে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং হতে পারে বলে আভাস দিয়েছিলেন তিনি।
গরমের সময়ে বিদ্যুতের বাড়তি চাহিদা থাকে, যা পূরণে যথেষ্ট উৎপাদনের প্রস্তুতিও রয়েছে বলে দাবি করছে সরকার।
এ সময় শোডশেডিং হলে আগে শহরেই হবে বলে আশ্বস্ত করেছেন জ্বালানি উপদেষ্টা।