
সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত, কতটা ক্ষতি হবে পাকিস্তানের?
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি বাতিল করায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, এতে পাকিস্তানের ওপর কী প্রভাব পড়বে। ভারত কী সিন্ধুর পানি প্রবাহ বাধাগ্রস্ত করতে পারবে?
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বহু বছর ধরে উত্তেজনা চললেও সিন্ধু পানি চুক্তি স্থগিতের মত কোনো পদক্ষেপ দেখা যায়নি।
কিন্তু এবার কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারতের নেওয়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই চুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।
নয় বছর ধরে আলোচনা ও সমঝোতার পর বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে সিন্ধু পানি চুক্তি হয়েছিল। একে আন্তঃসীমান্ত পানি ব্যবস্থাপনার একটি উদাহরণ হিসেবে দেখা হয়।
চুক্তির আওতায় রয়েছে সিন্ধু অববাহিকার ছয়টি নদী। এর মধ্যে ভারতের অংশে পূর্বাঞ্চলীয় রাভি (ইরাবতী নদী), বিয়াস ও সুতলেজ (শতদ্রু) নদী পড়েছে। আর পশ্চিম অববাহিকার সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর ৮০ শতাংশ পড়েছে পাকিস্তানের ভাগে।
বিবিসি লিখেছে, এই পানি চুক্তি নিয়ে অতীতে আপত্তি জানিয়েছে পাকিস্তান। দেশটি ভারতের কিছু জলবিদ্যুৎ কেন্দ্র ও পানি উন্নয়ন প্রকল্প নিয়েও আপত্তি তুলেছে আগে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পানি চুক্তি
- চুক্তি বাতিল