
বিয়েতে উপহার মিরাট হত্যাকাণ্ডে ‘বদনাম’ হওয়া সেই নীল ড্রাম
eisamay.com
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১৭:২০
সোনা, রুপো না হয় বাদই দিলাম। তাই বলে বিয়ের উপহার হিসেবে জলের নীল ড্রাম? মিরাট হত্যাকাণ্ডের সঙ্গে যার নাম জুড়ে এতটাই বদনাম হয়েছে যে ওই এলাকায় ড্রাম বিক্রিই প্রায় বন্ধ বলা চলে। কোনওটিই কিন্তু গল্প নয়, সত্যি। সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের হামিরপুরের একটি বিয়ে বাড়ির ভিডিয়ো ভাইরাল হয়েছে।
সন্ধে হতেই একে একে বহু অতিথির সমাগম হচ্ছে। হঠাৎ দেখা গেল একদল আমন্ত্রিত বড় মাপের একটি নীল ড্রাম নিয়ে ঢুকছেন। অবাক নতুন বর। যদিও তার পক্ষের অতিথিরাই নিয়ে এসেছিলেন সেই উপহার। হেসে খুন স্ত্রীও।