
নতুন করে পাব বলে
আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবনে আপাকে স্মরণ করবে তাঁর স্পর্শ পাওয়া সংগঠনগুলো। ‘নতুন করে পাব বলে’—এই কটি শব্দে জড়ানো থাকবে সন্জীদা স্মরণ। যাঁরা পেয়েছে তাঁর প্রাণের স্পর্শ, তাঁরা আসবেন এখানে।
আমিও আজ তাঁকে নতুন করে পাব। তাঁর বিদেহী অস্তিত্বই থাকবে সম্বল, কিন্তু তাতে তাঁর স্পর্শটি থাকবে বলে তিনি থাকবেন মনের কাছাকাছি। কে না জানে, কারও মনের কাছে থাকা কিংবা কাউকে মনের কাছে রাখা কত কঠিন আজ! আপার ভালোবাসার বলয়টি এতই বড় যে, তাকে আর বলয় বলে মনেই হয় না। সবকিছু ছাপিয়ে তিনি মিশে যান অস্তিত্বে। সেখানেই তাঁর জয়।
বলতে পারি, দীর্ঘ সময় ধরে আমি পেয়েছি তাঁর সস্নেহ প্রশ্রয়। তাঁর এমন কিছু ভাবনার সঙ্গী আমি, যার অনেকটাই এখন আর বলা যাবে না। তবে যেগুলো বলা যাবে, তারই কিছুটা প্রকাশ করব আজ।