You have reached your daily news limit

Please log in to continue


‘ফুটবল নাটকের জায়গা না’, এন্দ্রিকের গোল মিস নিয়ে আনচেলত্তি

বড় স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন এন্দ্রিক। তবে শুরুটা প্রত্যাশামতো করতে পারলেন না এই ব্রাজিলিয়ান। এখনো পর্যন্ত টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ তিনি। সর্বশেষ গেতাফের বিপক্ষেও সহজ গোলের সুযোগ তাছাড়া করেছেন। তাতে এন্দ্রিকের পারফরম্যান্সে অসন্তুষ্ট কার্লো আনচেলত্তি।

রিয়ালে আসার পর এদিন প্রথম লিগ ম্যাচের শুরুর একাদশে জায়গা পান এন্দ্রিক। তবে সুযোগ পেয়েও তা রাঙাতে পারলেন না। ম্যাচে গোলের দুটি দারুণ সুযোগ পান এন্দ্রিক। ম্যাচের ৩২তম মিনিটে বক্সের বাইরে ভিনিসিয়ুসকে পাস দিয়ে ভেতরে ঢুকে ফিরতি পাস পেয়ে শট নেন এন্দ্রিক। গেতাফে গোলরক্ষক দাভিদ সরিয়া শটটি ঠেকিয়ে দিলেও বল জালে জড়াতে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্ত গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।

দ্বিতীয়টি ছিল আরও সহজ। ৫৫তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়ে যান এন্দ্রিক। চিপ শটে মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তিনি। কিন্তু বল সরাসরি যায় সরিয়ার হাতে।

এন্দ্রিকের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, 'সে দুটি সুযোগ পেয়েছিল। প্রথমটিতে এর চেয়ে ভালো করতে পারত না সে। আর দ্বিতীয়টিতে সে সম্ভবত অফসাইড ছিল, কিন্তু সেটাও জালে পাঠাতে পারেনি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন