ক্যাটাগরি করুন
কাপড় গুছিয়ে রাখার জন্য সঠিকভাবে সাজানো জরুরি। প্রতিটি কাপড় ক্যাটাগরিতে ভাগ করে রাখলে কাপড় খুঁজে পাওয়া বেশ সহজ হবে। আলমারিতে শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, জিনসের জন্য আলাদা আলাদা সারি তৈরি করুন। এতে যেকোনো অনুষ্ঠানে যাওয়ার আগে মানানসই কাপড় পেতে বেগ পেতে হবে না। বরং যে ধরনের কাপড় পরতে চান, সেই সারিতে গেলেই পছন্দসই কাপড় বেছে নিতে পারবেন।
অতিরিক্ত জামাকাপড় সরিয়ে রাখুন
আলমারিতে প্রয়োজনের বেশি কাপড় জমা হয়। একসময় নতুন কাপড়ও হয় পুরোনো। কিন্তু এই অতিরিক্ত জামাকাপড়ের ভিড়ে নতুন আর পছন্দের জামাকাপড় পড়ে যায় পেছনে বা তলানিতে। প্রয়োজনের সময়ে আর খুঁজে পাওয়া যায় না। যে কারণে প্রয়োজনের অতিরিক্ত কাপড় সরিয়ে আলাদা জায়গায় রাখুন। এতে পছন্দের কাপড় থাকবে হাতের নাগালে।